মারা গেল গিনেসবুকে আবেদনের বামন গরু ‘রানি’
খামার কর্তৃপক্ষের দাবি ছিল, বক্সার ভুট্টি জাতের গরুটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির। স্বীকৃতির জন্য গিনেসবুক অব রেকর্ডসে আবেদনও করা হয়েছিল। কিন্তু, সে আবেদনের সাড়া আসার আগেই আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) পেটে অত্যধিক গ্যাস জমে মারা গেছে 'রানি'।
সাভারের চারিগ্রামের শিকড় এগ্রো ফার্মে পালিত হচ্ছিল গরুটি।
সাভারের প্রাণীসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বিষয়টি বার্তাসংস্থা ইউএনবি'কে নিশ্চিত করেন।
সাজেদুল জানান, "গরুটি দুই দিন আগে অসুস্থ হয়ে পড়ে। এরপর আজ সকাল ১১টার দিকে এটিকে সাভারের ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন গরুটি মারা যায়। বেলা ১২টায় কর্তব্যরত চিকিৎসকরা 'রানি'র মৃত্যু ঘোষণা করেন।
খর্বাকৃতির গরু 'রানি'র উচ্চতা ৫০ দশমিক ৮ সেন্টিমিটার (২০ ইঞ্চি), লম্বা ৬০ দশমিক ৫৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) এবং ওজন ২৬ কেজি ছিল। সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মে এটি পালিত হচ্ছিল।
গত জুলাইয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে বামন গরুটি, এক নজর এটিকে দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করতো সাভারের চারিগ্রামের শিকড় এগ্রো ফার্মে।
গিনেস রেকর্ডসে বর্তমানে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু প্রতিবেশী ভারতের মানিক্যম। গরুটির উচ্চতা ৬১.১ সেন্টিমিটার।