গ্রেস: রোবট নয়, যেন জলজ্যান্ত নার্স!
২০১৬ সালে হ্যানসন রোবোটিক্সের 'সোফিয়া' রোবট উদ্ভাবন ছিল বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক ঘটনা। সৌদি আরব নাগরিকত্বও দিয়েছিল রোবট সোফিয়াকে। আর এখন হংকংভিত্তিক সেই একই রোবোটিক্স প্রতিষ্ঠান তাদের সর্বশেষ উদ্ভাবন 'গ্রেস'কে উন্মোচন করেছে।
আশা করা হচ্ছে, গ্রেস স্বাস্থ্যসেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
রোবটটিকে এমনভাবে গঠন করা হয়েছে যেন এটি ডাক্তারদের কাজে সহায়তা করতে পারে। রোবট গ্রেস রোগীর তাপমাত্রা ও নাড়ি পরীক্ষাসহ রোগ নির্ণয় ও চিকিৎসাদানে ডাক্তারদের সাহায্য করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তাছাড়া রোগীদের সুবিধার কথা চিন্তা করে এ রোবটের ভেতর বিশেষ কিছু বৈশিষ্ট্য জুড়ে দেওয়া হয়েছে। ইংরেজি, মান্দারিন ও ক্যান্টোনিজ- মোট তিন ভাষায় কথা বলতে পারে গ্রেস।
হ্যানসন রোবটিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড হ্যানসন বলেন, 'গ্রেসের মতো রোবটগুলো প্রতিস্থাপন হিসেবে নয়, বরং চিকিৎসা পেশাজীবীদের সহায়তা করতেই তৈরি করা হয়েছে।'
'কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের ব্যবহার স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রোগীর সুস্থতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে,' যোগ করেন তিনি।
স্বাস্থ্যসেবায় সাহায্যের জন্য গ্রেসের উদ্ভাবন এমন একটি সময়ে হয়েছে, যখন করোনাভাইরাস মহামারি বাস্তবতায় টেলিমেডিসিন সেবার প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের (আইএফআর) মতে, মহামারির আগে থেকেই মেডিকেল রোবটের বৈশ্বিক বিক্রয় বাড়ছিল। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে বিক্রি বেড়েছিল ২৮ শতাংশ। আইএফআর-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী তিন বছরে এই বৃদ্ধি হতে পারে দ্বিগুণ।
হ্যানসন রোবোটিক্স আরও জানিয়েছে, ২০২১ সালের শেষ নাগাদ তারা সোফিয়া ও গ্রেস-সহ আরও কিছু বিশেষ রোবটের ব্যাপক উৎপাদন শুরু করবে।
-
সূত্র: সিএনএন