ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট-নেত্রকোনা
সিলেট ও নেত্রকোণায় সোমবার দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
কয়েক সেকেন্ডব্যাপী এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী।
সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা সিলেট। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সর্বশেষ গত বছরের ১৯ জুলাই বেলা ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।