৩০০ ফুট লম্বা পিৎজা
অস্ট্রেলিয়ার সিডনিতে ৩০০ ফুট লম্বা পিৎজা তৈরি করার রেকর্ড করেছে এক ইটালিয়ান রেস্টুরেন্ট। এটাই অস্ট্রেলিয়ার দীর্ঘতম পিৎজা বলে সিএনএন এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্য নিয়ে নয়, পিৎজাটি বানানো হয় এক মহৎ উদ্দেশ্যে।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ দাবদাহে অগ্নি নির্বাপক দলকে সহযোগিতা করার তহবিলের জন্য বানানো হয়েছে এই পিৎজা। পিৎজা বিক্রির টাকার পুরোটাই গেছে সেই তহবিলে।
১০৩ মিটার বা ৩০০ ফুট দীর্ঘ এই পিৎজা বানাতে সময় লেগেছে পাঁচ ঘণ্টা। তারপর চার হাজার স্লাইসে কাটা হয় পিৎজাটিকে। পিৎজা বিক্রি থেকে আসা টাকার পুরোটাই পাঠান হয়েছে নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিসের তহবিলে।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ পিৎজা বানানোর রেকর্ডটি কিন্তু পিতজার দেশ ইতালির নয়, বরং যুক্তরাষ্টেরের ক্যালিফোর্নিয়ার। ২০১৭ সালের ১০ জুন বিশ্বের দীর্ঘতম পিৎজাটি বানিয়ে গিনেস বুকে নাম লেখায় ক্যালিফোর্নিয়ার মানুষ। ৬ হাজার ৩৩০ দশমিক ৩০ মিটার বা প্রায় সোয়া ১ মাইল দীর্ঘ এই পিৎজা বানাতে সময় লেগেছে ৫৪ ঘণ্টা!