বাসার সোফায় ৬ ফুট অজগর
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের রোজ হিল এলাকার বাড়িটির মালিক এরপর থেকে হয়তো দু'বার চেক না করে সোফা বা চেয়ারে বসবেন না। বাড়ির সোফায় ৬ ফুট লম্বা অজগর পাওয়ার পর তার অবস্থা এমনই হওয়ার কথা।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার কানসাসের বৃহত্তম শহর উইচিতার কাছের রোজ হিলের ওই বাসিন্দা যুক্তরাষ্ট্রের জরুরি সেবার হেল্পলাইনে কল করেন। তিনি জানান, তার সোফায় একটি অজগর লুকিয়ে আছে।
কানসাস সিটি স্টার নামের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাড়ির মালিকের কলের পর রোজ হিলের পুলিশ কর্মকর্তারা স্থানীয় বাটলার কাউন্টি ফায়ার সার্ভিসের শরণাপন্ন হন।
বাটলার কাউন্টি ফায়ার ডিস্ট্রিক্ট-৩-এর এক ফেসবুক পোস্টে বলা হয়, "আজ (মঙ্গলবার) সকালে রোজ হিল পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে রোজ হিল থেকে আসা একটি অস্বাভাবিক কলে সাড়া দিতে বলা হয় আমাদের।"
পোস্টে আরও বলা হয়, "একজন নাগরিক ৯৯১ নম্বরে কল দিয়ে জানান, তার থাকার ঘরের সোফায় ছয় ফুট লম্বা কনস্ট্রিক্টর অজগর।"
সৌভাগ্যবশত ফায়ার সার্ভিসের 'আবাসিক সাপুড়ে' মেলভিন লিনোত সাপটিকে বের করে আনেন।
ফায়ার সার্ভিস প্রকাশিত প্রকাশিত ছবিতে বিশাল সাপটির সঙ্গে লিনোত ও তার সহকর্মী ব্র্যান্ডন কোটলারকে দেখা যায়।