দেশের ৬০-৭০% মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী
দেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী হার্ড ইমিউনিটি অর্জন করেছে বলে জানিয়েছেন র্যামন ম্যাগসেসে পুরস্কারজয়ী বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।
র্যামন ম্যাগসেসে ফাউন্ডেশন আয়োজিত শুক্রবার সকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।
ড. ফেরদৌসী কাদরী বলেন, 'দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধী হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার কারণে সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। তবে করোনার নতুন কোনো ধরনের কারণে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে,'
'এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। ডেল্টা ভেরিয়েন্ট শেষ কথা নয়, আরও ভ্যারিয়েন্ট আসতে পারে,' বলেন তিনি।
বাংলাদেশের মানুষের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধের ক্ষমতা ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা থাকায় করোনা যুদ্ধে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন এই বিজ্ঞানী।