ইভিএম আমাকে আইডেন্টিফাই করতে পারলো না: জাফরুল্লাহ চৌধুরী
ঢাকা সিটির নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যেই ভোট প্রদান নিয়ে নিজের বিড়ম্বনার কথা জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কাকলি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে গণস্বাস্থ্যকেন্দ্রের এ প্রতিষ্ঠাতা। এ সময় ইভিএমে ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় বিড়ম্বনায় পড়তে হয় তাকে।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ইভিএম আমাকে আইডেন্টিফাই করতে পারলো না। আমার আঙুলের ছাপ মিললো না, তখন আমার ভোট আরেকজন দিয়ে দিতে পারে। আমার নাম যে শিটে ছিল, সেখানে আরও ২৮ জনের নাম ছিল।”
তিনি আরও বলেন, “আমিসহ ওই শিটের ৪ জন ভোট দিয়েছে। আমার আঙুলের ছাপ না মেলায় নির্বাচনী কর্মকর্তারা আমাকে ভোট দেওয়ার জন্য ইভিএম অন করে দিল। সুতরাং যারা ভোট দিতে আসবে না তাদের ভোটতো অন্য কেউ দিয়ে দিতে পারে। ইভিএম মেশিনের আরও আধুনিকায়ন করা দরকার।”
ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমাকে ভোট দিতে কেউ বাধা দেয়নি। তবে ভোটকেন্দ্রে একটি নির্দিষ্ট দলের এজেন্ট ছাড়া আর কারো এজেন্ট নেই। আমি কেন্দ্রে দায়িত্বরতদের জিজ্ঞাসা করি, অন্যদের পোলিং এজেন্ট কই? তারা আমাকে বলে, একটু আগেই ছিল, হয়তো আশেপাশে আছে।”