রাতে ব্যালটবাক্স ভরার অপবাদ থেকে মুক্ত ইসি: মাহবুব তালুকদার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ঢাকা সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার করায় নির্বাচনে ‘রাতে ব্যালটবাক্স ভর্তির অপবাদ’ থেকে মুক্ত হয়েছে কমিশন।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোনো কেন্দ্রে শতকরা ১০০% ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করার কোনো সুযোগ ছিলো না। রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত।”
রাজধানীর মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন নির্বাচন কমিশনার মাহবুব।
লিখিত বক্তব্যে সে সম্পর্কে তিনি বলেন, “কেন্দ্রের সামনের সাংবাদিকগন আমাকে জানান, সকালে বিরোধী দলের মেয়দের এজেন্ট ছিলেন। তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদএর এই অভিযোগের সত্যতা যাচাইয়ের সুযোগ ছিলো না। এছাড়া আনারস প্রতীকের মহিলা কাউন্সিলর প্রার্থী আমাকে জানিয়েছেন, তার নির্বাচনী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।”
নির্বাচনের সার্বিক বিষয়ে তিনি বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনো মারামারি বা রক্তক্ষয় ঘটেনি। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্য পক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।”