বেতনের পেছনে ওয়াটফোর্ডের চেয়েও কম খরচ করবে বার্সা
আয়-ব্যয়ের হিসাবে ভারসাম্য আনতে ইতোমধ্যে লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বার্সেলোনা। এবার তাদের ওয়েজ বিল প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব ওয়াটফোর্ডের চেয়েও ছোট করার নির্দেশ দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
দলের সব খেলোয়াড়কে বছরে মোট যে পরিমাণ বেতন দেওয়া হয় সেটিই ক্লাবের ওয়েজ বিল।
লা লিগার ব্যবস্থাপনা পরিচালক হোসে গুয়েরা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, লিগ কর্তৃপক্ষ বার্সার ওয়েজ বিলের জন্য নতুন সীমা নির্ধারণ করেছে। তাদের ওয়েজ বিল এখন আর ৯.৭৯ কোটি ইউরোর উপরে রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ মৌসুমেই দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড। বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া লিগের এই নবাগত ক্লাবের ওয়েজ বিল প্রায় ১১.১২ কোটি ইউরোর। ওয়াটফোর্ড কখনোই ইংলিশ ফুটবলে কোনো উল্লেখযোগ্য শিরোপা জিততে পারেনি, যেখানে বার্সার ট্রফি ক্যাবিনেটে আছে পাঁচ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
লা লিগা তাদের ক্লাবগুলোর বেতন-ভাতা ও লাভ-ক্ষতির উপর নির্ভর করে ওয়েজ বিলের সীমা নির্ধারণ করে দেয়। গত মৌসুমে মোট ৪৮.৭ কোটি ইউরোর লোকসান দেখা কাতালান ক্লাবটির বেতন সীমা তাই স্বাভাবিকভাবেই নিম্নমুখী হয়েছে।
এদিকে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে সাতগুণ বেশি খরচ করার অনুমতি পেয়েছে। লা লিগা কর্তৃপক্ষ তাদের বেতন সীমা নির্ধারণ করেছে ৭৩.৯২ কোটি ইউরো। অন্যান্য স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে অ্যাতলেটিকো মাদ্রিদের ১৭.১৬ কোটি ইউরো এবং সেভিয়ার ২০.০৪ কোটি ইউরোর বেতন সীমা নির্ধারণ করা হয়েছে।
মেসিকে ছেড়ে দিয়েও ক্লাবের ঋণের বোঝা তেমন লাঘব করতে পারেনি বার্সা। গত আগস্টেও ক্লাবের মোট ঋণ প্রায় ১৩৫ কোটি ইউরো ছিল বলে জানিয়েছেন সভাপতি হুয়ান লাপোর্তা।
- সূত্র: ব্লুমবার্গ