বিজেপি নেতার 'গাড়িচাপায়' কৃষকের মৃত্যু, উত্তরপ্রদেশে বিক্ষোভ সমাবেশে ৮ জন নিহত
ভারতে কৃষকদের বিক্ষোভ সমাবেশে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্ত্রীর একটি গাড়ি চালিয়ে দেওয়া হয় কৃষকদের ওপর। সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ।
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বছরব্যাপী এই আন্দোলন সম্প্রতি আবারও জেগে উঠেছে ভারতজুড়ে। দেশটির উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে এ হতাহতের ঘটনা ঘটে।
কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল রোববার উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় সমাবেশের জন্য জড়ো হয়েছিলেন কৃষকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং রাজ্যের উপ -মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সেই সমাবেশস্থল পরিদর্শনের কথা ছিল।
তবে এর আগেই আজয় মিশ্রের কনভয়ের অংশ হিসেবে তার গাড়িবহরের চারপাশে বিশৃঙ্খল তৈরি হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের ওপর চালানো হলে শুরু হয় সংঘর্ষ।
প্রদেশের পুলিশ কর্মকর্তা মুকুল গোয়েল জানান, "লখিমপুরের ঘটনায় আটজন মারা গেছেন। আটজনের মধ্যে চারজন কৃষক এবং বাকি চারজন ছিলেন গাড়িতে।"
কৃষকদের দাবি, যেই গাড়ির চাপায় চার কৃষক পিষ্ট হয়ে মারা গেছেন, সেই গাড়িতে প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে বসে ছিলেন বা গাড়িটি চালাচ্ছিলেন।
বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এরপর কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তী সহিংসতায় আরও চারজন নিহত হয়।
তবে প্রতিমন্ত্রী মিশ্র এই দাবি অস্বীকার করে স্থানীয় গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা তার গাড়িবহরের ওপর হামলা চালিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির তিন কর্মীকে হত্যা করে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবার প্রতি শান্ত হওয়ার আবেদন জানিয়ে এই ঘটনাকে "অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক" বলে উল্লেখ করেছেন।
স্থানীয় গণমাধ্যম বরাত জানা যায়, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং রাজ্যের রাজধানী লখনৌ যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের মতে, ভারতের কৃষিখাত অনেক বেশি অদক্ষ এবং এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন। কিন্তু বিক্ষোভকারীদের আশঙ্কা, সংস্কারের অংশ হিসেবে বিতর্কিত আইনগুলো কার্যকর হলে দেশের কৃষকেরা বড় বড় কর্পোরেশনগুলোর কাছে জিম্মি হয়ে পড়বে। দেশের কৃষিখাতকে নিয়ন্ত্রণ করবে সেই সব ব্যবসায়ীরাই। আর এই আশঙ্কা থেকেই শুরু হয়েছে দেশটিতে কৃষক আন্দোলন।
নভেম্বরের শেষ থেকে আন্দোলনরত হাজার হাজার কৃষক ভারতের রাজধানী নয়াদিল্লির সীমান্তে শিবির স্থাপন করেছে। এই আন্দোলন মোদির সরকারের আমলে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং বিজেপির ভোটের মূল উৎস উত্তরপ্রদেশে আগামী বছর গুরুত্বপূর্ণ নির্বাচনের আগেই ঘটল এই ঘটনা।
- সূত্র: দ্য গার্ডিয়ান