অ্যাসিমেট্রিক অরগানোক্যাটালাইসিস তৈরিতে এলো রসায়নের নোবেল
এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন জার্মান রসায়নবিদ বেনিয়ামিন লিস্ত এবং স্কটিশ বংশোদ্ভূত মার্কিন রসায়নবিদ ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান।
অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এ পুরস্কার পেলেন এই দুই বিজ্ঞানী।
নোবেল প্রাইজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া টুইটে বলা হয়েছে, ২০০০ সাল থেকে বেশ দ্রুত গতিতে অরগানোক্যাটালাইসিস তৈরির কাজ এগিয়েছে।
অণু তৈরির এ পদ্ধতির জন্য নোবেল পেলেন দুই রয়াসনবিদ। এর মাধ্যমে নতুন নতুন ফার্মাসিউটিক্যালস পণ্য থেকে শুরু করে সৌর কোষে আলো সংগ্রহে সক্ষম এমন অণুও তৈরি করা যাবে।
রসায়নবিদদের নিত্য-নতুন আবিষ্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট বা অনুঘটক। কিন্তু, অনেক দিন ধরেই বিজ্ঞানীদের ধারণা ছিল, মেটালস ও এনজাইম- এ দুই ধরনের অনুঘটকই পাওয়া যায়।
এখনেই চমক দেখিয়েছেন এবারের নোবেল পাওয়া দুই রসায়নবিদ- তৃতীয় একটি অনুঘটক তৈরি করেছেন তারা। এ অনুঘটকের নামই অ্যাসিমেট্রিক অরগানোক্যাটালাইসিস।