ছন্দে থাকা ইউরোপের শীর্ষ ১০ খেলোয়াড়ের মধ্যে নেই মেসি-রোনালদো
শুক্রবার ঘোষণা করা হবে ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ফুটবলারদের নাম। এর আগে স্কাই স্পোর্টস বিশ্লেষণ করেছে ইউরোপের সেরা পাঁচ লিগের গোল-স্কোরার ও ক্রিয়েটরদের ফর্ম। অবিশ্বাস্য হলেও সত্যি, সেখানে নেই লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
প্রিমিয়ার লিগের গোলের চার্টে সবার উপরে রয়েছেন মোহামেদ সালাহ। লিভারপুলের সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া বিশ্লেষক জেমি ক্যারাগারের মতে, সালাহ'র চেয়ে ভালো খেলোয়াড় ইউরোপে এই মুহূর্তে আর নেই।
'আমার মনে হয় বিশ্বে বা ইউরোপে তাঁর (সালাহ) চেয়ে ভালো কেউ খেলছে বর্তমানে। মৌসুমের শুরুতে তার রেকর্ড এক কথায় অসাধারণ,' ক্যারাগার বলেন।
এখন পর্যন্ত মিশরের ফরওয়ার্ড লিগের সাত ম্যাচে ছয়টি গোল করেছেন, এবং গোলের সুযোগ তৈরি করেছেন আরও তিনটি। তাঁর একক নৈপুণ্যে গত রোববার ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
বেশ বড় ব্যবধানেই ইউরোপের সেরা পারফর্মার হিসেবে সালাহকে হারিয়ে দিচ্ছেন বেনজেমা। সেরা হওয়ার লড়াইয়ে আরও রয়েছেন আরলিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে, এডিন জেকো এবং মিকেল ওয়ারজাবাল।তবে কেউ যদি মাদ্রিদ সুপারস্টার করিম বেনজেমার পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে ক্যারাগারের বক্তব্যকে খানিকটা অতিরঞ্জিত মনে হতেই পারে। ফরাসি স্ট্রাইকার বেনজেমা এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার, এবং তাঁর পরিসংখ্যানই তার পক্ষে কথা বলছে। এখন অবধি চলতি মৌসুমে সাত ম্যাচ থেকে তিনি নয়টি গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্টও করেছেন।
স্রেফ গোল সম্পৃক্ততার উপর ভিত্তি করেই, চলতি লা লিগা মৌসুমে বেনজেমা রয়েছেন অন্য সবার ধরাছোঁয়ার বাইরে। ইতোমধ্যেই ১৬টি গোলে অবদান রেখেছেন তিনি, যা হাল্যান্ডের চেয়ে ছয়টি, এবং সালাহ ও বায়ার লেভারকুসেন মিডফিল্ডার ফ্লোরিয়ান ওয়ার্টজের চেয়ে সাতটি বেশি।
স্কাই স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী গোল সম্পৃক্ততার উপর ভিত্তি করে রানার-আপ অবস্থান আছেন হাল্যান্ড। অথচ মাংসপেশিতে চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি তার। মাত্র পাঁচটি লিগ ম্যাচ থেকেই এই ২১ বছর বয়সী স্ট্রাইকার নিজে করেছেন সাতটি গোল, তৈরি করেছেন আরও তিনটি।
প্রিমিয়ার লিগ থেকে সেরাদের তালিকায় রয়েছেন ওয়েস্ট হ্যাম ফরওয়ার্ড মিকাইল আন্তোনিও। মাত্র ছয়টি ম্যাচে শুরু করে পাঁচটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এছাড়া জেমি ভার্দি, পল পগবা, আব্দুলায়ে ডোকোরে ও গ্যাব্রিয়েল জেসুসরা রয়েছেন সেরা বিশে।