ছবিতে রাতের সমুদ্রের অদ্ভুতুরে প্রাণীরা
রাতের অন্ধকার নেমে এলে ভূপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশেও সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায়। যেন সম্পূর্ণ নতুন এক ভুবন।
স্কুভা ডাইভিং এর সরঞ্জাম, পানি নিরোধক ডিএসএলআর ক্যামেরাসহ ডাইভাররা রাতের বেলা সমুদ্রের যতো নিচে নামতে থাকেন, অকল্পনীয় সব দৃশ্যের মুখোমুখি গন। এমনই দুইজন ডেভিড ডুবিলেট ও জেনিফার হায়েসের অভিজ্ঞতার কথা উঠে এসেছে ন্যাশনাল জিওগ্রাফিকে।
'প্রথমে প্রবেশ করলে মনে আলোর এক দুনিয়া,' নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন ডেভিড।
উত্তর আটলান্টিকের সারগাসো সাগর হোক কিংবা ইন্দোনেশিয়ার রাজা আমপাত দ্বিপপুঞ্জের ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের পানি- ডেভিড ও জেনিফার এমন সব দৃশ্য দেখেছেন যা সাধারণত বেশিরভাগ মেরিন বায়োলজিস্টের চোখ এড়িয়ে যায়। জেনিফার নিজেও একজন মেরিন বায়োলজিস্ট।
'রাতের বেলা অদ্ভুত সব জিনিস পানির মধ্যে নেচে বেড়াচ্ছে মনে হয়," বলছিলেন ডেভিড।
তারা দুজন বেশ কিছু প্রাণির লার্ভা দশার ছবি তুলেছেন, দেখেছেন কীভাবে অত্যন্ত সুচতুরভাবে তারা সমুদ্রের তলদেশে টিকে থাকে।
"আপনার সামনে যা-ই দেখবেন অভীভূত হবেন," স্বগোক্তি করেন জেনিফার।
- সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক