‘চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ’- বলছেন তামিম
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ক্রিকেটের এই সংস্করণে না খেলায় এমন সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই ওপেনার। বিশ্বকাপের আগেই হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন তিনি। তবে অনুশীলনের ঘাটতি ও দলের সমন্বয়ের কথা ভেবে গত ১ সেপ্টেম্বর বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম।
দলে না থাকলেও দৃষ্টি ওমানেই দিয়ে রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। প্রথম রাউন্ডে কাল নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার বিশ্বাস, বাংলাদেশ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপ। আজ সন্ধ্যায় মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তামিম।
ওয়ানডে অধিনায়কের যাওয়ার খবরে সেখানে হাজির হয়েছিলেন সংবাদকর্মীরা। কিন্তু জাতীয় দলের বিশ্বকাপ মিশন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের করা ক্রিকেট বিষয়ক দুটি প্রশ্নের উত্তর দেন তামিম।
আতিকুল ইসলামের প্রথম প্রশ্নের জবাবে তামিম বলেন, 'বাংলাদেশ অবশ্যই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে। দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।' এরপর ঢাকা উত্তরের মেয়র প্রশ্ন করেন, বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? এমন প্রশ্নে হেসে দিয়ে তামিম বলেন, 'চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।'
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল। আসর শুরুর দিনেই ওমানে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচটি বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় শুরু হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশের পরের দুটি ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।