স্কটল্যান্ডের বিশ্বকাপ জার্সির ডিজাইনার ১২ বছর বয়সী শিশু!
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই চমক। বাংলাদেশকে হারিয়ে স্বপ্নের সূচনা পায় স্কটল্যান্ড। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট নিয়ে আলোচনা বেড়েছে দেশটিতে, মিলছে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ার আভাস। স্কটিশদের চোখে জয়টা অবিশ্বাস্য।
দলের মতো অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছে রেবেকা ডাউনি। নামটা পরিচিত মনে হওয়ার কোনো কারণ নেই। রেবেকার বয়স মাত্র ১২ বছর। কিন্তু তার করা ডিজাইনের জার্সি পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে স্কটল্যান্ড।
হ্যাঁ, গাঢ় নীল ও বেগুনি রঙের সমন্বয়ে তৈরি করা স্কটিশদের দারুণ জার্সিটির ডিজাইন করেছেন ১২ বছর বয়সী রেবেকা। দেশজুড়ে স্কুল-শিশুদের মাঝে জার্সি ডিজাইনের একটি প্রতিযোগিতার আয়োজন করে স্কটল্যান্ড। জমা পড়া ২০০টি ডিজাইনের মধ্য থেকে রেবেকার ডিজাইন বেছে নেওয়া হয়।
বিষয়টি জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নিজের ডিজাইন করা জার্সি পরে তোলা রেবেকার একটি ছবি টুইটারে পোস্ট করে ক্রিকেট স্কটল্যান্ড লিখেছে, 'স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার হ্যাডিংটনের ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। নিজের ডিজাইন করা জার্সিটি গর্বের সঙ্গে পরে আমাদের প্রথম ম্যাচ টিভিতে দেখছিল সে। রেবেকাকে আবারও ধন্যবাদ।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জার্সিটি খেলোয়াড়দের সামনে উপস্থাপন করেন রেবেকা। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তার বাবা-মা। রেবেকার ডিজাইন করা জার্সি দেখে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার বলেছিলেন, এই ডিজাইনটিতে তারা গর্বিত। বিশ্বকাপের প্রথম পর্বে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কটিশরা।