দিল্লিতে বিজেপির স্বপ্ন চুরমার, বিপুল জয়ের পথে আম আদমি পার্টি
সকল জল্পনাকল্পনার ইতি টেনে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। বুথ ফেরত জরিপে জানা গেছে বিজেপির স্বপ্ন চুরমার করে আবারও আম আদমি পার্টিই (আপ) নয়াদিল্লিতে সরকার গঠন করছে।
এনডিটিভি জানায়, আজ সকাল ৮টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত রাজ্যটির মোট ৭০টি আসনের ৫৩টিতে এগিয়ে আছে আম আদমি। বিজেপি এগিয়ে ১৭টিতে। অন্যদিকে কোনো আসনেই প্রধান বিরোধী দল ন্যাশনাল কংগ্রেস দখল রাখতে পারেনি।
এদিকে, ২০১৫ সালের বিধানসভা ভোটে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল আম আদমি পার্টি (আপ)। ২০১৯ সালে বিজেপি জোয়ারে এই চিত্র উল্টে যায়। এসময় বিজেপি ৬৫টি আসনে জয়লাভ করে।
দিল্লিতে আম আদমির ফেরার পথ সুগম হলেও নির্বাচনে পড়েছে শাহীনবাগ বিক্ষোভ সমাবেশের প্রভাব। বিজেপির নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগে সব ধর্মের মানুষের সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ চলছে। কিন্তু এই সমাবেশস্থলের নিকটবর্তী আসনগুলোতেই বেশি ভোট পেয়েছে বিজেপি প্রার্থীরা।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট জানায়, ব্যালটবক্সে বিজেপির পাল্লা ভারি করার মাধ্যমে এসব আসনের ভোটাররা বিক্ষোভকারীদের দাবির প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেন। শাহীনবাগকে তাই এবারের নির্বাচনে ‘অপ্রত্যাশিত প্রভাব’ বিস্তারকারী ফ্যাক্টর বলা হচ্ছে।