কুকুরের বিশ্বরেকর্ড!
কতো অদ্ভুতভাবেই না করা যায় বিশ্বরেকর্ড! তেমনি একে একে মুখের ভেতর ছয়টি টেনিস বল ঢুকিয়ে বিশ্বরেকর্ড করেছে সোনালি রঙা একটি শিকারী কুকুর।
নিউইয়র্কের ক্যানানদেইগুয়া এলাকার ছয় বছর বয়সী এই শিকারী কুকুরটি নিজেই নিজের মুখে এই বলগুলো ঢুকিয়ে ফেলতে পারে। কুকুরটির নাম ফিনলে।
অনলাইনে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আদুরে এই কুকুরটি ছয়টি বল মুখে নিয়ে স্থিরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে এবং তার গালের পাশ দিয়ে টেনিস বলগুলোর স্ফীত অংশ দেখা যাচ্ছে।
তবে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লেও আনুষ্ঠানিকভাবে এখনো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়ার বাকী আছে ফিনলে নামে এই কুকুরটির।
কুকুরটির মালিক নিউইয়র্কের বাসিন্দা চেরি এবং রব মল্লয় গত বছর থেকেই গিনেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে নানা চেষ্টা করে যাচ্ছেন।
বছর ছয়েক আগে তাদের মেয়ে ইরিন মল্লয় যখন কলেজে পড়তেন তখন ১০ সপ্তাহ বয়সী এই কুকুরটিকে বাসায় নিয়ে আসেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ডেমোক্রেট ক্রনিকলকে ওই পরিবারের সদস্যরা জানান, ফিনলের বয়স যখন দুই বছর তখন তারা তার এই প্রতিভার দিকটি খেয়াল করেন।
ইরিন বলেন, একদিন হঠাৎ করে দেখি চারটি বল মুখে নিয়ে ফিনলে আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। কিছুদিন পর সে পাঁচটি বল একসঙ্গে মুখের ভেতর গুঁজে রাখতে শিখে যায়। শীঘ্রই সংখ্যাটি ছয় হয়ে যায়।
২০০৩ সালে একসঙ্গে পাঁচটি টেনিস বল মুখে নিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করে অগি নামে সোনালি-রঙা আরেকটি শিকারি কুকুর।
ইনস্টাগ্রামে ফিনলের একটি পেইজ আছে। তাতে ফলোয়ারের সংখ্যা ৩১ হাজার ৫০০। ওই পেইজের মাধ্যমেই সারাবিশ্বের ফিনলের অনুসারীরা তার অদ্ভূত কাজকর্ম দেখতে পান।