‘জোকার’ সেজে ট্রেনে হামলা, আহত ১৭
জাপানে জোকারের পোশাক পরিহিত এক যুবকের (২৪) হামলায় ১৭ জন ট্রেন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওতে এই ঘটনা ঘটে।
যাত্রীদের সকলেই শহরের হ্যালোউইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।
শহরের পশ্চিম উপকন্ঠে অবস্থিত কোকুরিও স্টেশনের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এক ট্রেনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ঐ ব্যক্তি বগির চারপাশে একটি স্বচ্ছ তরল পদার্থ স্প্রে করে আগুন ধরিয়ে দেয়। সে উজ্জ্বল বেগুনি ও সবুজ রঙের স্যুট পরে ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বগির মধ্যে ভয়ে ছোটাছুটি করছেন এবং কেউ কেউ ট্রেনের জানালা দিয়ে বেরিয়ে আসেন।
ঘটনাটিকে 'ভয়াবহ' আখ্যায়িত করে হামলার ভিডিওচিত্র ধারণকারী শুনসুকে কিমুরা বলেন, "ট্রেনের দরজা বন্ধ ছিল এবং আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কী ঘটছে; ফলে আমরা ট্রেনের জানালা থেকে লাফ দেই"।
জাপানের ইয়োমিউরি পত্রিকাকে ভুক্তভোগী আরেক যাত্রী বলেন, "আমরা ভেবেছিলাম এটি কোন হ্যালোউইন স্টান্ট হয়তো। তারপরেই দেখলাম, একজন লোক হাতে লম্বা ছুরি হাতে এগিয়ে আসছে"।
ঘটনাস্থলেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযুক্ত হামলাকারীকে।
দেশটির নিউজ আউটলেট কিয়োডোর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ব্যাটম্যান কমিকসের জোকার চরিত্রটি পছন্দ করেন বলে পুলিশকে জানিয়েছেন।
কমিকসে জোকার চরিত্রটির ভূমিকা ভিলেনের; সেখানে ব্যাটম্যানের চিরশত্রু এই জোকার।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ব্লকবাস্টার সিনেমা 'জোকারে'ও এমন একটি দৃশ্য ছিল যেখানে অভিনেতা জোয়াকিন ফিনিক্স ট্রেনের কিছু মানুষের ওপর হামলা চালান। কারণ, তারা তাকে ক্রমাগত হয়রানি ও তাচ্ছিল্য করে যাচ্ছিলেন।
জোকার চরিত্রটির রূপান্তর বুঝতে সিনেমার এই দৃশ্যটি অত্যন্ত তাৎপর্য বহন করে।
এদিকে সাধারণ মানুষকে হত্যা করে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে চান বলে পুলিশকে জানিয়েছেন আটককৃত ব্যক্তি।
টোকিও ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর ছিল।
ছুরিকাঘাতের পর একজন বয়স্ক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন।
জাপানে এ ধরনের সহিংস অপরাধের ঘটনা বিরল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ছুরিকাঘাতে হামলার ঘটনা বেড়েছে।
এ বছরের আগস্টেই টোকিওর একটি কম্যুটার ট্রেনে ছুরিকাঘাতে ১০ জন আহত হয়। ২০১৯ সালে, আরেকজন দুর্বৃত্ত বাসের জন্য অপেক্ষারত একদল স্কুলশিক্ষার্থীর ওপর আক্রমণ চালায়। সে ঘটনায় ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়।
- সূত্র- বিবিসি