চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ: দগ্ধ গৃহকর্ত্রী মারা গেছেন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বহুতল ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গৃহকর্ত্রী সাজেদা বেগম (৪৯)।
মঙ্গলবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার পাঁচ সন্তান হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে মঙ্গলবার রাতেই ভবন মালিক মমতাজ মিয়াসহ দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন নিহতের স্বামী জামাল শেখ। রাতেই পুলিশ গ্রেপ্তার করে মমতাজ মিয়াকে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিস্ফোরণে অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর জামাল শেখ বাদি হয়ে হত্যা মামলা করেন। মামলায় ভবন মালিক মমতাজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবনের তত্ত্বাবধায়ক বখতিয়ারকে গ্রেপ্তারে অভিযান চলছে।'
মামলায় বলা হয়, বাসার মধ্যে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে বার বার মালিককে অভিযোগ করা হয়। কিন্তু মালিক বিষয়টি পাত্তা দেননি। মালিকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মরিয়ম ভিলায় ষষ্ঠ তলায় গত বছরের নভেম্বরে গ্যাস লিকেজ থেকে বৈদ্যুতিক স্পার্ক হতে বিস্ফোরণ ঘটে। এবারও একই তলায় দুর্ঘটনা ঘটেছে।
গত সোমবার (১ নভেম্বর) মরিয়ম ভিলা নামে ছয়তলা ভবনের ওপরের তলায় ওই বিস্ফোরণ হয়। এতে সাত সদস্যের পরিবারের প্রধান জামাল শেখ ছাড়া সবাই আগুনে দগ্ধ হন।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন নিহতের সন্তান- শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিহা আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৪)।