কপ-২৬-এ বক্তৃতা দিয়ে ‘মৃত্যু হুমকি’ পেলেন আদিবাসী আমাজন কর্মী
কপ-২৬-এ বক্তৃতা দিয়ে 'মৃত্যু হুমকি' পেলেন আদিবাসী আমাজন কর্মী
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬-এর উদ্বোধনে বক্তৃতা দিয়েছেন আমাজন রেইনফরেস্টের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি জাই সুরুই। তবে তার দেওয়া বক্তৃতার পরিপ্রেক্ষিতে তিনি 'মৃত্যুর হুমকি' পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২৪ বছর বয়সী এই জলবায়ু কর্মী বেড়ে উঠেছেন আমাজন রেইনফরেস্টের আদিবাসী সম্প্রদায়ের সদস্য হিসেবে। তিনি তার বক্তব্যে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিশ্ব নেতাদের সামনে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব তুলে ধরেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তৃতা দিয়ে নিজ সম্প্রদায়ের মাঝে বেশ প্রশংসিতও হয়েছেন তিনি।
তবে বক্তৃতার পর ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসানারো প্রকাশ্যে তার সমালোচনা করেন। প্রেসিডেন্টের মতে সুরুই 'ব্রাজিলকে আক্রমণ' করে পুরো বিশ্বের সামনে বক্তৃতা দিয়েছেন, যা দেশের ভাবমূর্তিতে আঘাত হেনেছে।
প্রকাশ্যে সমালোনার শিকার হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গালমন্দ করেছেন বলে বিবিসির স্বাস্থ্য, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক প্রতিবেদক লরা ফস্টারকে জানান সুরুই।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরুইয়ের বক্তব্য,"আমি মনে করি আমি ঠিক কথাই বলেছি; আর এ কারণেই তারা আমাকে আক্রমণ করেছে।"
ব্রাজিলের রন্ডোনিয়ার জাই সুরুই ওই রাজ্যের আদিবাসী যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা।
বাবা-মায়ের অনুপ্রেরণায় তিনি ছোটবেলা থেকেই একজন জলবায়ু কর্মী হয়ে ওঠেন এবং বর্তমানে সারা বিশ্বে তিনি বন উজাড়ের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বলে রাখা ভালো, বন উজাড় ব্রাজিলিয়ানদের জন্য একটি সম্ভাব্য বড় বিপর্যয়। কারণ আমাজন রেইনফরেস্টের প্রায় ৬০ শতাংশই ব্রাজিলে অবস্থিত, যা বন উজাড়ের ফলে রয়েছে হুমকির মুখে।
- সূত্র: বিবিসি