কোভিড চিকিৎসায় 'মলনুপিরাভির' ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
করোনা চিকিৎসায় ২০০ মিলিগ্রামের ক্যাপসুল "মলনুপিরাভির" ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) পক্ষ থেকে ওষুধ তৈরির অনুমোদন আসার পরই স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলো ব্যবহারের অনুমোদন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "কোডিড পজিটিভ রোগীদের যদি কোভিডের লক্ষণ থাকে, সেক্ষেত্রে এই ওষুধ চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করা যাবে।"
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে গুরুতর লক্ষণযুক্ত কোভিড রোগীদের চিকিৎসায় এই ঔষধ ব্যবহার করতে নিষেধ করা হয়।
ডিজিডিএ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, "ওষুধটি হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমপক্ষে ৫০ শতাংশ কমাতে সাহায্য করবে।"
৪ নভেম্বর, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি উপসর্গযুক্ত কোভিড রোগীদের চিকিৎসায় প্রথম খাওয়ার ওষুধ হিসেবে মলনুপিরাভিরের অনুমোদন দেয়।
বেক্সিমকো, এসকেএফ, স্কয়ার এবং রেনাটাকে মলনুপিরাভির তৈরি ও বাজারজাত করার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।