‘রাস্ট’ মুভির স্ক্রিপ্টে গুলি চালানোর দৃশ্যের উল্লেখ ছিলো না: মামলায় অভিযোগ
গত মাসে 'রাস্ট' মুভির শুটিং চলাকালীন সময়ে অ্যালেক বল্ডউইনের ছোঁড়া নকল বন্দুকের গুলিতে নিহত হন মুভির চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস। এ বিষয়ে চলমান তদন্তের মাঝেই চাঞ্চল্যকর তথ্য জানালেন মুভির একজন ক্রু।
যে দৃশ্যের মহড়ায় হ্যালাইনার মৃত্যু ঘটে, সে দৃশ্যে বন্দুক চালানোর কথা ছিলো না বলে উল্লেখ করেন তিনি। স্ক্রিপ্টে এরকম কিছু লেখা ছিলো না বলে জানায় সেই ক্রু সদস্য। বুধবার (১৭ নভেম্বর) এ তথ্য জানান তিনি।
স্ক্রিপ্ট সুপারভাইজার ম্যামি মিচেল বলেন, বল্ডউইনের উচিত ছিলো নিজ থেকেই বন্দুকটি পরীক্ষা করে নেওয়া।
মিচেলের অ্যাটর্নি গ্লোরিয়া অলরেড একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের মতে, বল্ডউইন সেদিন রাশিয়ান রুলেট খেলাকেই বেছে নিয়েছিলেন। তিনি নিজেও বন্দুকটি পরীক্ষা করেন নি; এবং তার সামনে অস্ত্রধারীকেও পরীক্ষা করতে বলেন নি। কোনোরকমের পরীক্ষা ছাড়াই গুলি চালান তিনি।"
লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা একটি মামলায় অনির্দিষ্ট ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। ইচ্ছকৃতভাবে মানসিক কষ্ট দেওয়া এবং ক্ষয়ক্ষতির অভিযোগ এনে এ মামলা দায়ের করেন তিনি।
"বারবারই বন্দুকের গুলির শব্দ মনে পড়ছে আমার," বলেন তিনি। ২১ অক্টোবর ঘটনার পরপরই তিনি কর্তৃপক্ষকে জরুরি কল করেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের 'রাস্ট' মুভির সেটে ঘটে ওই দুর্ঘটনা। শুটিংয়ের সময় তিনি একটি নকল বন্দুক থেকে গুলি ছুঁড়লে চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস (৪২) ও পরিচালক জোয়েল সৌজা (৪৮) বিদ্ধ হন। সে ঘটনায় হাচিনস মারা যান; গুরুতর আহত হন জোয়েল।