দুইদিনের মধ্যে প্রজ্ঞাপন না হলে বিআরটিএ কার্যালয় ঘেরাও
আগামী দুই দিনের মধ্যে ঢাকাসহ সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত সহ ৯ দফা দাবি কার্যকর করার জন্য প্রজ্ঞাপন দেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করবেন তারা।
তার আগে রোববার ও সোমবার বিক্ষোভ চলবে এবং সড়কে গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষা চলবে বলে ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে।
শনিবার নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। দুপুর সাড়ে ১১ টায় শুরু হয় এ অবরোধ শেষ হয় দুইটায়। এসময় তারা সড়কে গণপরিবহন বন্ধ করে দেয়। তবে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির লাইসেন্সেস দেখে ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা দুইটায় শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় দুই দিকের যান চলাচল এখন স্বাভাবিক হয়।
দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন সহিদুল ইসলাম দাউদ। তিনি বলেন, "সোমবারের মধ্যে হাফ ভাড়াসহ আমাদের ৯ দফা দাবি কার্যকর নিশ্চিত করে প্রজ্ঞাপন দিতে হবে। তা না হলে আগমী মঙ্গলবার আমরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবো। তখন আমরা নতুন কর্মসূচি দেব। এবার আমরা আর মৌখিক আশ্বাস চাই না।"
রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী অধরা দেবনাথ বলেন, "দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা না হলে মঙ্গলবার দুপুরে রাজধানীর সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ কার্যালয় ঘেরাও করবো। এ ব্যপারে আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে চাই।"
এর আগে বেলা সাড়ে ১১ টা থেকে ধানমন্ডি ২৭ এর মোড়ে শিক্ষার্থীরা আসতে শুরু করেন । শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল হলিক্রস কলেজ, ইডেন মহিলা কলেজ, তেঁজগাও কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল, লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি হল-
>>নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
>>সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
>>সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
>>বৈধ-অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে।
>>বিআরটিএ'র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
>>সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ সুনিশ্চিত করতে হবে।
>>গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
>>পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে