মানব পাচারের মামলায় কুয়েতে এমপি পাপুলের ৭ বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলকে এবার মানবপাচার মামলায় সাত বছরের কারাদণ্ডে দিয়েছেন কুয়েতের একটি আদালত। সেইসঙ্গে এ মামলায় ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয়েছে তাকে। খবর গালফ নিউজ।
এছাড়াও কারাভোগ শেষে পাপুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া কুয়েতের একই মামলায় ঘুস নেওয়ার দায়ে ওই কর্মকর্তাদের তাদের সরকারি পদ থেকে বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহ খুরশিদকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রায় সাড়ে সাত লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে তাকে।
গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি ফৌজদারি আদালত কাজী শহীদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন এবং তাকে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করেন।
কুয়েতি কর্মকর্তাদের পরিচালনায় অবৈধভাবে পরিচালিত একটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিকদের কুয়েতে নেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে পাপুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ওই কুয়েতি কর্মকর্তাদেরও মামলায় অভিযুক্ত করা হয়েছিল।
এছাড়াও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুরু থেকেই পাপুলের বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি মুদ্রা পাচারের অভিযোগ ছিল। কুয়েতে তার বাড়ির গ্যারেজে রাখা গাড়ি ও তার কোম্পানিতে তল্লাশি চালিয়ে চেকসহ আর্থিক লেনদেনের বেশ কিছু প্রমাণ পান দেশটির গোয়েন্দারা।
উপসাগরীয় দেশটিতে পাপুল ৫০ লাখ দিনারের সমমূল্যের সম্পদ জমা করেছেন বলে জানা গেছে।