করোনা ব্যাঘাতের ২০২০ সালে ম্যালেরিয়ায় বাড়তি মৃত্যু ৬৯,০০০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাস সংকটে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ায়, ২০২০ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অতিরিক্ত ৬৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্সের।
ডব্লিউএইচও'র বার্ষিক ম্যালেরিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা যায় ৫ লাখ ৫৮ হাজার মানুষ; সেই তুলনায় ২০২০ সালে মারা গেছে ৬ লাখ ২৭ হাজার মানুষ। বেশিরভাগ মৃত্যুই হয়েছে আফ্রিকার দরিদ্রতম অঞ্চলগুলোতে।
সংস্থাটি বলছে, ২০২০ সালে মোট মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে করোনা মহামারি সংশ্লিষ্ট কারণে ম্যালেরিয়া চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ায়। তবে সস্থাটির মতে, সোমবারের প্রকাশিত প্রতিবেদনের সবটুকুই হতাশাজনক নয়। কারণ ২০২০ সালে আফ্রিকায় ম্যালেরিয়ায় মৃত্যুর পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করেছিল ডব্লিউএইচও।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় গতবছর এই অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ।
ডব্লিউএইচও'র গ্লোবাল ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক পেদ্রো আলোনসো বলেন, "সময়োপযোগী পদক্ষেপ ও কঠোর প্রচেষ্টার ফলে আমরা এখন দাবি করতে পারি, বিশ্ব ম্যালেরিয়ায় মৃত্যুর সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে সফল হয়েছে।"
চলতি বছরের অক্টোবরে আফ্রিকার শিশুদের ওপর ব্যবহারের জন্য আরটিএস,এস বা মস্কুইরিস্ক টিকার আনুমোদন দেয় ডব্লিউএইচও। তাই বিশেষজ্ঞরা আশা করছেন দ্রুতই ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বিশ্ব।
ইন্ড ম্যালেরিইয়া অ্যাডভোকেসি গ্রুপের আরবিএম পার্টনারশিপের প্রধান নির্বাহী আবদুরাহমান ডিয়ালো বলেন, "বর্ধিত তহবিল, জীবন রক্ষাকারী সরঞ্জামের সহজপ্রাপ্যতা এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন ও শক্তিশালী উদ্ভাবনের মাধ্যমে আমরা এই প্রজন্মের মাঝেই ম্যালেরিয়া ভীতি শেষ করতে পারি।"
এছাড়া, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিনি এক বিবৃতিতে বিশ্ব নেতাদের প্রতি নতুন করে প্রতিশ্রুতি ও অর্থায়নের আহ্বান জানিয়েছেন।
সূত্র: রয়টার্স