২০২১ সালে সবচেয়ে বেশি আইপিও দর তুলেছে কোরিয়ান টিকা কোম্পানি
এবছর শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়ান বায়োফার্মাসিউটিক্যাল ফার্ম এসকে বায়োসায়েন্স কোং।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জানুয়ারি পর থেকে এবছর উত্থাপিত ৯৪টি উল্লেখযোগ্য গণপ্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি দর তুলেছে করোনার টিকা উৎপাদনকারী এই প্রতিষ্ঠান। গত মার্চে সিউলে পাবলিক শেয়ার বিক্রি করা শুরু করার পর থেকে এখন পর্যন্ত নিজেদের শেয়ারমূল্য ২৬২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
গত আগস্টে কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানায়, ১১ লাখ করোনার টিকা রপ্তানির পরিকল্পনা করছে এসকে বায়োসায়েন্স। এই ঘোষণার পর পরই কোম্পানিটির শেয়ার মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছায়। টিকা উৎপাদনে অ্যাস্ট্রজেনেকার স্থানীয় অংশীদারিত্ব করা এই ফার্মের জন্য এখন পর্যন্ত ১৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে আইপিও।
শেয়ার বাজারে এবছর আত্মপ্রকাশ করে ১০০ কোটি ডলারের বেশি শেয়ার প্রস্তাব পাওয়া কোরিয়ান কোম্পানিগুলোর মধ্যে একটি এটি। এই তালিকায় রয়েছে বেশ কয়েকটি প্রযুক্তি-কেন্দ্রিক কোম্পানিও।
তালিকায় সাংহাইয়ের দুই বড় কোম্পানি থ্রি গর্জেস রিনিউয়েবলস ও ঝুঝো সিআরআরসি টাইমস ইলেকট্রিককেও পিছনে ফেলেছে এসকে বায়োসায়েন্স। এই দুই কোম্পানির শেয়ার মূল্য ১৪০ শতাংশের চেয়েও বেড়েছে।
আইপিওতে সর্বোচ্চ লাভবান হওয়া ১০ কোম্পানির মধ্যে কাকাও পে কর্পোরেশন, কাকাওব্যাঙ্ক কর্পোরেশন এবং এসকে আইই টেকনোলজি কোংয়ের মতো কোরিয়ান কোম্পানিগুলোও রয়েছে। অন্তত ১৪০ শতাংশ শেয়ার মূল্য তোলা এই কোম্পানিগুলোর জন্য এ তালিকায় অনায়াসে রাজত্ব করছে দক্ষিণ কোরিয়া।
সূত্র: ব্লুমবার্গ।