চ্যাম্পিয়ন্স লিগের ড্র আবার হবে
যে ক্লাবের নাম ওঠার কথা নয়, সেটাই উঠে এলো। সঙ্গে সঙ্গে ক্লাবটির নাম সরিয়ে চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর ড্র চালিয়ে নেয় উয়েফা। কিন্তু ততক্ষণে বিতর্কের জন্ম হয়ে গেছে। ড্রয়ের পরপরই কয়েকটি ক্লাবের পক্ষ থেকে আপত্তির কথা জানানো হয়। এর কিছুক্ষণ পর উয়েফা ঘোষণা দিয়েছে, নতুন করে হবে শেষ ষোলোর ড্র। সোমবার বাংলাদেশ সময় রাত আটায় নতুন ড্র হবে।
সন্ধ্যা ৬টায় যে ড্র হয়েছে, সেটা আর থাকছে না। নতুন ড্রয়ের কথা জানিয়ে উয়েফা টুইটে লিখেছে, 'সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রতে একটা ভুল হয়েছে। এর ফলে এই ড্র বাতিল বলে গণ্য হলো এবং স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটা) আবার নতুন করে ড্র অনুষ্ঠিত হবে।'
ভিয়ারিয়ালের প্রতিপক্ষ ঠিক করতে গিয়ে ঝামেলাটা তৈরি হয়। স্প্যানিশ এই ক্লাবটির প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম ওঠে। কিন্তু ড্রয়ের নিয়ম অনুযায়ী, একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো কখনই শেষ ষোলোতে মুখোমুখি হয় না।
ভুলবসত ইউনাইটেডের নাম উঠলে সেটা সরিয়ে নেওয়া হয়। পরে প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটিকে পায় ভিয়ারিয়াল। কিন্তু এতে সমস্যা থেকে যায়। ইউনাইডেটের নাম দুইবার থাকার মানে হচ্ছে একটি দলের নাম বাদ পড়েছিল। এ কারণেই আপত্তি জানায় তারা।
এই ড্রয়ে শেষে ষোলোয় মুখোমুখি হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দল পিএসজির। ড্র বাতিল হওয়ায় সেটা আর রইলো না। অন্যদিকে, এই ভুলের আগেই নিজেদের ড্র হয়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদ নতুন করে ড্র হওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে।