‘নিকের স্ত্রী’ হিসেবে সম্বোধন, এবার সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ ঝাড়লেন প্রিয়াঙ্কা
দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম থেকে 'জোনাস' পদবি ছেঁটে ফেলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই নিয়ে আলোড়ন ওঠে সংবাদমাধ্যমে। এমনকি তারকা জুটির বিয়ে ভাঙার গুঞ্জনও চাউর হয়েছিল।
একবার ফের নিকের সঙ্গে তার নাম জড়ানোয় চটলেন প্রিয়াঙ্কা। ভাবছেন ব্যাপারটা কী? আসলে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রিয়াঙ্কাকে 'নিক জোনাসের স্ত্রী' বলে সম্বোধন করা হয়েছিল। এই বিষয়টা একদম পছন্দ হয়নি 'দেশি গার্লের'।
ইনস্টাগ্রাম স্টোরিতে ওই প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার আসন্ন ছবি 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস'-এর প্রচারমূলক ওই প্রতিবেদনে প্রিয়াঙ্কার নামের জায়গায় রয়েছে 'নিকের স্ত্রী' লেখা। সেখানে নিজের সহ-অভিনেতা কিয়ানু রিভসকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন প্রিয়াঙ্কা। ওই অংশটি হাইলাইট করে প্রিয়াঙ্কা লেখেন, "ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং যে হলিউডের অন্যতম আইকনিক একটা ফ্রাঞ্চাইজের ফিল্ম প্রমোট করতে চলেছি, অথচ আমার পরিচয় শুধুই …স্ত্রী।"
ওই প্রতিবেদনের অপর একটি অংশ তুলে ধরে অভিনেত্রী লেখেন, "আপনারাই বলুন, কীভাবে এটা আজও মেয়েদের সঙ্গে হয়ে থাকে? আমার কি এখন নিজের আইএমডিবি লিঙ্কটা বায়োর সঙ্গে জুড়ে দেওয়া উচিত?"
প্রিয়াঙ্কার হলিউড ক্যারিয়ারের অন্যতম চর্চিত ছবি 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস'। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন কিয়ানু রিভস, ক্যারি-অ্যানি মস, ইয়াহিয়া আব্দুল-মতিন (২), জাডা পিংকেট স্মিথ, নিল প্যাট্রিক হ্যারিস, জোনাথন গ্রফ, জেসিকা হেনউইকের মতো হলিউডের লিডিং স্টারদের সঙ্গে। আপাতত জোর কদমে ছবির প্রচার সারছেন অভিনেত্রী।
সম্প্রতি প্রিয়াঙ্কা ফাঁস করেছেন, নিক এই ফিল্ম সিরিজের দুর্দান্ত ভক্ত। তিনি বলেন, "নিক নিঃসন্দেহে এই ফিল্ম সিরিজের ভক্ত, আমার তো মনে হয় ও খুব উত্তেজিত হয়েছিল যখন আমি এই ফিল্মটা সাইন করি। ও রীতিমতো বড়াই করছিল সবার সামনে আমাকে নিয়ে।"
আগামী ২২ ডিসেম্বর সিনেমা হলে এবং এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে এই ছবি।