বুকের ব্যথায় মাঠ থেকে হাসপাতালে আবিদ আলী
ম্যাচ চলাকালীন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী। কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল রাউন্ড চলাকালীন দুবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠ ছাড়ার পর হাসপাতালে ভর্তি হন তিনি।
করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাট করার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। এরপর ৬১ রানে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন তিনি। ৬১ রানের ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক পূরণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আবিদকে হাসপাতালে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ম্যানেজার আশরাফ আলী। তিনি বলেন, 'এখনই কিছু বলা যাচ্ছে না। চেকআপের পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে।'
কায়েদ-ই-আজম ট্রফিতে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন আবিদ। ৬ ম্যাচে ১০ ইনিংসে ৯৫.৭৫ গড়ে ৭৬৬ রান করেছেন তিনি। করেছেন তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ২৬৩ রান করেন আবিদ, জেতেন সিরিজ সেরার পুরস্কার। চট্টগ্রাম টেস্টে ১৩৩ ও ৯১ রান করেন তিনি। ঢাকা টেস্টে তার ব্যাট থেকে আসে ৩৯ রান।