ফানুস থেকে বাড়ির ছাদে অগ্নিকাণ্ড
আগুনে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
শুক্রবার রাতে ফানুস উড়িয়ে নতুন বছর উদযাপনের সময় যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি বাড়ির ছাদে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম ডিউটি অফিস এরশাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দুটি ফায়ার ফাইটিং ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে।"
আগুনে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
নতুন বছরকে বরণ করে নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আতশবাজি ফাটিয়ে ও ফানুস উড়িয়ে উদযাপন করছে মানুষ।