এবার ম্যানিকুইনের শিরশ্ছেদের নির্দেশ দিল তালেবান
কাপড়ের দোকানের ম্যানিকুইন বা মডেল পুতুলকে 'মূর্তি' আখ্যা দিয়ে সেগুলোর মাথা কেটে ফেলার নির্দেশ দিয়েছে তালেবান। সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশের দোকানিদের এ নির্দেশ দেন তালেবান কর্মকর্তারা।
মূর্তিপূজা বা কোনো ধরনের মূর্তি রাখা এবং আল্লাহ বাদে আর কারো উপাসনা করা ইসলামে একটি জঘন্যতম পাপ হিসেবে বিবেচিত।
দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশে কঠোর ইসলামী আইনকানুন জারি করে চলেছে তালেবান সরকার। চলতি সপ্তাহে পাপ ও পূণ্য বিষয়ক মন্ত্রণালয় থেকেই ম্যানিকুইনের শিরশ্ছেদের এ আইন পাস হয়।
প্রাথমিক পর্যায়ে কর্তৃপক্ষ সব দোকান থেকে ম্যানিকুইন সরিয়ে ফেলার নির্দেশ দেয়। কিন্তু দোকানিদের ব্যবসায়ের ক্ষতি হয়ে যাবে-এমন অভিযোগের মুখে ম্যানিকুইনের মাথা কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেন মন্ত্রণালয়ের প্রধান শেখ-আজিজ-উ-রহমান।
কিন্তু ব্যবসায়ীরা বলছেন, ম্যানিকুইনের শুধু মাথা কেটে ফেলায়ও তাদের আর্থিক ক্ষতি হবে। আফগানিস্তানের প্রায় ধ্বসে পড়া অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এমন পদক্ষেপ নেওয়া অনুচিত।
ইতালীয় গণমাধ্যম রিপাবলিকা'কে "আবদুল ওয়াদুদ ফাইজ জাদা নামক জনৈক ব্যক্তি বলেন, ম্যানিকুইনের মাথা ঢেকে দিলেই হতো, বাদ দেওয়ার দরকার ছিল না। প্রতিটি ম্যানিকুইনের দাম ৬ থেকে ৮ হাজার টাকার মতো। এগুলোর শিরশ্ছেদ করলে ব্যাপক আর্থিক ক্ষতি হবে।"
মোহাম্মদ ইউসুফ নামের আরেক ব্যক্তি বলেন, "তালেবানরা কিছুই বদলায়নি, আবারও আমাদের উপর কঠোর বিধিনিষেধের খড়্গ নেমে আসবে। তারা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, কিন্তু যখন পাবে তখন তারা আরও কঠোর অনুশাসন জারি করবে।"
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে দ্রুত দেশের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে তালেবান। গত আগস্টে ক্ষমতা দখলের পর থেকে ধীরে ধীরে দেশের জনসাধারণের স্বাধীনতা কেড়ে নিচ্ছে তারা। যদিও তালেবানরা একে 'সংস্কারসাধন' বলে দাবি করেছে।
শুধু তাই নয়, 'নিরাপত্তা'র দোহাই দিয়ে চার দেয়ালের ভেতর বন্দী করে রাখা হয়েছে দেশের নারীদের। বহু অঞ্চলে মেয়েদের স্কুল-কলেজ ও কর্মস্থলে যাওয়াও নিষিদ্ধ করেছে তারা।
সাম্প্রতিক সময়ে পুরুষ অভিভাবক ছাড়া নারীদের দূরে কোথাও ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এছাড়া গাড়ির ভেতরে থাকলেও মুখ ঢেকে রাখার নিয়ম জারি করা হয়েছে।
দেশের ভেতরে যানবাহনে গান বাজানো এবং 'বিষাক্ত' দ্রব্য নিষিদ্ধ করেছে তালেবান।
সূত্র: ডেইলি মেইল