মুমিনুলদের বাড়তি বোনাস দেওয়ার ভাবনায় বিসিবি
ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বেশ কয়েকবার হারানোর স্মৃতি আছে বাংলাদেশের। আছে হোয়াইটওয়াশ করার সাফল্যও। গত বছরের শেষ দিকে ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জেতে বাংলাদেশ। কিন্তু ফরম্যাটটা টেস্ট হলেই খেই হারাতো বাংলাদেশ। ঘরের মাঠ কিংবা নিউজিল্যান্ডে; সবখানেই জুটতো হার। চলতি সিরিজের আগে ১৫ টেস্টের ১২টিতেই হারে বাংলাদেশ। ড্র করা তিনটি ম্যাচই ছিলের ঘরের মাটিতে।
এবার নিউজিল্যান্ডের মাটিতেই নিজেদের ভাগ্য বদলে নিয়েছে বাংলাদেশ। পাঁচ দিন ধরে দাপুটে ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে মুমিনুলের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। উইকেটের হিসেবেও সবচেয়ে বড় জয়।
ঐতিহাসিক এই জয়ের কারণে সিরিজ শেষে ক্রিকেটারদের বাড়তি বোনাস দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
যেকোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলে বোনাস দেওয়া হয় ক্রিকেটারদের। কিউইদের বিপক্ষে স্মরণীয় জয়ে তা আরও বাড়িয়ে দেওয়ার চিন্তায় বিসিবি। জালাল ইউনুস বলেন, 'ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রেসিডেন্ট, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, ম্যাচ জেতার জন্য বোনাস তারা পাবে। এটাই স্বাভাবিক। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কিনা, সেটা আমরা সিরিজ শেষে আলোচনা করব।'
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টিকে বড় অর্জন জানিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো নিশ্চিতভাবে বড় অর্জন। দল যে ট্রমার মধ্য দিয়ে গেছে, বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে ভালো করিনি। ওখানে গিয়ে দলের এই পারফরম্যান্স দুর্দান্ত। আমি ধন্যবাদ জানাই যারা মাঠে খেলেছে। এটা ক্রিকেটারদের কৃতিত্ব, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব।'