ওয়ানডেতে ১০ উইকেট পেলেন ভারতীয় কিশোরী
এক ইনিংসে একাই ১০ উইকেট তুলে নেওয়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল। আন্তর্জাতিক টেস্ট ম্যাচে এই কাণ্ড ঘটিয়েছেন দুজন। একজন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে, আরেকজন ইংলিশ ক্রিকেটার জিম লেকার। ওয়ানডেতে এই কৃতিত্ব আর কারও ছিল না। সেটিই প্রথম করে দেখালেন কাশভী গৌতম।
টেস্ট ম্যাচে না হয় বোলিং কোটার নির্দিষ্টতা নেই। সীমিত ওভারের ম্যাচে সেটি রয়েছে। ওয়ানডেতে সর্বোচ্চ ১০ ওভার আর টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করতে পারেন একজন বোলার। তাই সীমিত ওভারের ম্যাচে একাই প্রতিপক্ষের ১০ উইকেট ধসিয়ে দেওয়া ছিল অকল্পনীয়।
এমন অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন কুম্বলের দেশেরই নারী ক্রিকেটার কাশভী। নারীদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে কাপ টুর্নামেন্টে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অন্ধ্রের কেএসআর এম কলেজ মাঠে কীর্তিটি গড়েছেন চণ্ডীগড়ের এই পেসার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৪.৫ ওভারে ১২ রান খরচ করে হ্যাট্ট্রিকসহ ১০ উইকেট তুলে নিয়েছেন কাশভী। তার বোলিং তোপে প্রতিপক্ষ গুটিয়ে গেছে মাত্র ২৫ রানে। অবশ্য একই ম্যাচে ব্যাটিংয়েও ঝলক দেখিয়েছেন এই ভারতীয় কিশোরী। ৬৮ বলে ৪৯ রান করা তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।