মেসিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা লেভানডোভস্কি
লিওনেল মেসিকে পিছনে ফেলে আরও একবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন পোল্যান্ড এবং বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকারের সঙ্গে এই পুরস্কার জেতার লড়াইয়ে মেসি ছাড়াও ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ। টানা দ্বিতীয়বারের মতো 'ফিফা দ্য বেস্ট' পুরস্কার জিতলেন লেভানডোভস্কি।
বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্দেসলিগা জেতার পথে বড় ভূমিকা রাখেন লেভানডোভস্কি। সেই সঙ্গে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই পোলিশ স্ট্রাইকার। সেটারই স্বীকৃতি হিসেবে বিশ্বসেরার মুকুট জিতলেন লেভা।
দুর্দান্ত ফর্মে থাকা লেভোনডোভস্কির বদলে ২০২১ ব্যালন ডি'অর মেসির হাতে তুলে দেওয়ায় চরম সমালোচনা হয়েছিল। সাতবারের মতো পুরস্কারটি জেতা মেসি ভালোমতো উদযাপনও করতে পারেননি বিতর্কের জেরে। মেসির ব্যালন ডি'অর জেতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ফুটবলারই।
মন খারাপ হয়েছিল লেভানডোভস্কিরও। পারফরম্যান্সের বিচারে তিনিই ছিলেন যোগ্য দাবিদার। এবার 'ফিফা দ্য বেস্ট' জেতায় লেভার সেই ক্ষততে প্রলেপই পড়লো।
বর্ষসেরার পুরস্কার জিতে বায়ার্ন তারো বলেন, 'আমার কাছে যেন এটা স্বপ্ন। সবার আগে ধন্যবাদ জানাব আমার জাতীয় দলের সব সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছাতে পারতাম না। তার পরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখ দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের, যারা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।'
নারী বিভাগে বর্ষসেরা হলেছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেলাস। ব্যালন ডি'অরও জিতেছিলেন তিনি। বছরের সেরা কোচের পুরস্কার পেয়েছেন চেলসির থমাস টুখেল। বিশেষ ট্রফি দেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।