৫ মাসে কোভিড শনাক্তের হার সর্বোচ্চ
দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় আরো ৯ হাজার ৫০০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।
একইসময়ে, মৃত্যু হয়েছে আরও ১২ জনের।
পরীক্ষার বিপরীতে কোভিড-১৯ শনাক্তের হারও (পজিটিভিটি রেট) বেড়েছে গত দিনের তুলনায়। গতকাল মঙ্গলবারই শনাক্তের হার ছিল ২৩.৯৮ শতাংশ, গত ২৪ ঘণ্টাতেই তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.১১ শতাংশে।
গেল বছরের ৭ আগস্টের পর আজই দৈনিক শনাক্তের হার সবচেয়ে বেশি।
এ নিয়ে দেশে কোভিডজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ এ, মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৪২ হাজার ২৯৪।
মৃতদের মধ্যে আটজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের এবং রাজশাহী ও সিলেট বিভাগের একজন।
আগের দিন দেশে ১০ জনের মৃত্যু ও ৮ হাজার ৪০৭ জনকে শনাক্ত করার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিডজনিত অসুস্থতা থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ৪৭৩ জন, সার্বিক সেরে ওঠার হার এখন ৯৪.৬৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য দেয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ, আর প্রথম মৃত্যুর ঘটনা জানায় ওই মাসের ১৮ তারিখে।