সালমাদের বিশাল লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
শুরুটা হয়েছে হার দিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আরও বেশি শক্তিশালী জেনেও সালমা-জাহানারারা লড়াকু মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু এই ম্যাচে আরও বড় পরীক্ষা দিতে হলো বাংলাদেশের মেয়েদের।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। বৃহস্পতিবার ক্যানবেরায় টস জিতে আগে ব্যাটিং করতে নামা অজি মেয়েরা বাংলাদেশকে ১৯০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে। এই লক্ষ্য পাড়ি দিতে হলে বাংলাদেশের মেয়েদের ওভারপ্রতি ৯.৪৫ গড়ে রান করতে হবে।
বিশেষ করে ওপেনার অ্যালিসা হিলি ছিলেন রণমূর্তিতে। অস্ট্রেলিয়ার ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার মাত্র ৫৩ বলে খেলেছেন ৮৩ রানের ধুন্ধুমার এক ইনিংস। মূলত তার ব্যাটেই এক উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৩ রান তুলে নেন এ দুজন। মুনি দেখেশুনে খেললেও হিলি তার ব্যাটে রীতিমতো ঝড় তোলেন।
বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বারবার বোলার পাল্টালেও কোনো লাভ হয়নি। একই স্টাইলে খেলে গেছেনি হিলি ও মুনি। অধিনায়ক সালমা কেবল একটি উইকেট পেয়েছেন।
মাত্র ৫৩ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৮৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন হিলি। প্রথম দিকে ধীর গতিতে ব্যাট চালানো মুনিও পরে দাপুটে ব্যাটিং করেছেন। বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন ৫৮ বলে ৯টি চার ৮১ রানের ইনিংস। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে অ্যাশলেই গার্ডনার ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে বেশি খরচ করেছেন স্পিনার খাদিজা তুল কুবরা। ২ ওভারে তার খরচা ২৯ রান। বাকিরাও বেশ খরুচে ছিলেন। সবচেয়ে কম রান দেওয়া রুমানা আহমেদের ইকোনমিও ৭.৫০।