দুর্ঘটনার কবলে আর্নল্ড শোয়ার্জনেগার, অল্পের জন্য বাঁচলেন!
মাল্টি-কার এক্সিডেন্টে আহত হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেছেন হলিউড অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। শুক্রবার ঘটনাস্থলে ৪টি গাড়ি একসাথে দুর্ঘটনায় পড়ে এবং এতে একজন আহত হন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা ড্রেক ম্যাডিসন ফক্স নিউজকে বলেন, "শুক্রবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে সানসেট অ্যান্ড অ্যালেনফোর্ড সড়কে ৪টি গাড়ি একই সাথে ট্র্যাফিক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এসময় একটি গাড়ি অন্যটির উপর উঠে যায়; দুর্ঘটনায় এক নারী আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"
দুর্ঘটনার সময় শোয়ার্জনেগার ছিলেন তার ইউকন গাড়ির ভেতরে যা একটি লাল টয়োটা প্রিয়াস গাড়িকে আঘাত করে এবং এর ফলে এসইউভি গাড়িটির এয়ারব্যাগ প্রসারিত হয়। মাল্টি-কার অ্যাক্সিডেন্টের বেশকিছু ছবি এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, দুর্ঘটনার ফলে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিএমজেডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, শোয়ার্জনেগারের এসইউভি গাড়িটি লাল টয়োটার উপরে, যার সাথে এটির সংঘর্ষ হয়। তবে ঘটনাস্থলে অভিনেতাকে দেখে বোঝা যায় তিনি অক্ষতই আছেন।
টিএমজেড আরও জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই বাজে ছিল যে শোয়ার্জনেগারের গাড়ি অন্য একটি গাড়ির গায়ের উপর উঠে যায় এবং গাড়ির ড্রাইভার যে নারী, তিনি গুরুতর আহত হন। ঐ নারীর মাথা থেকে রক্তপাত হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, দুর্ঘটনাটি অনেকটা হলিউডই সিনেমার স্টান্টের মতোই ছিল!
প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনার জন্য আপাতত শোয়ার্জনেগারকেই অপরাধী ভাবছে আইন প্রয়োগকারী সংস্থা। জানা যায়, অভিনেতা সেসময় বামে মোড় নিতে চাইছিলেন কিন্তু 'লেফট টার্ন অ্যারো' সংকেতে তখনো লাল আলো জ্বলছিল। অর্থাৎ, আইন ভঙ্গ করেছেন 'টার্মিনেটর' তারকা।
শোয়ার্জনেগারের প্রতিনিধি ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন, অভিনেতা সুস্থ আছেন, কিন্তু আহত নারীর ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
আর্নল্ড শোয়ার্জনেগার হলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল অভিনেতাদের একজন এবং একজন খ্যাতনামা অ্যাকশন হিরোও বটে! অভিনয় জগতে আসার আগে তিনি ছিলেন পুরোদস্তুর এক বডিবিল্ডার। এছাড়া ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শেষবার ২০১৯ সালে 'টার্মিনেটর ডার্ক ফেইট' ছবিতে রূপালি পর্দায় দেখা গেছে শোয়ার্জনেগারকে। সামনের দিনগুলোয় অ্যাকশন-কমেডি ঘরানার ছবি 'কুং ফিউরি ২'-তে পার্শ্বচরিত্রে দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস