ক্যারিবীয় দাপটে সেঞ্চুরি দেখল বিপিএল
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ মানেই সেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দাপট। বিশেষ করে ক্যারিবীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় হয়ে পড়তে হয় প্রতিপক্ষ বোলারদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে শাসন করে আসছে তারা। সেই ধারাবাহিকতা এবারের বিপিএলে ধরে রাখলেন লেন্ডল সিমন্স। সিলেট সানরাইজার্সের হয়ে মিনিস্টার ঢাকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন ডানহাতি ক্যারিবীয় এই ব্যাটসম্যান।
এবারের বিপিএল মাঠে গড়িয়েছে গত ২১ জানুয়ারি। এর মধ্যে ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দশম ম্যাচে এসে হলো এবারের আসরের প্রথম সেঞ্চুরি। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে দারুণ ব্যাটিং করলেন সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স। এবাদত হোসেনকে টানা দুই চার মেরে ৫৯ বলে সেঞ্চুরি পূরন করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ইনিংসের শুরুটা অবশ্য আস্তে-ধীরেই করেন সিমন্স। প্রথম তিন ওভারে ৬ বল খেলে করেন ৪ রান। চতুর্থ ওভারে রুবেল হোসেনের শেষ দুই বলে দারুণ দুটি চার মেরে ঝড়ের আভাস দেন তিনি। সেই ঝড় চলে ১৯তম ওভার পর্যন্ত। ৬৫ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১১৬ রানের ঝলমলে ইনিংস খেলে থামেন সিমন্স। তার ব্যাটে ৫ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট সানরাইজার্স।
বিপিএলের ২২তম সেঞ্চুরিটি করলেন সিমন্স। এই ২২ সেঞ্চুরির মধ্যে ৮টি সেঞ্চুরিই ক্যারিবীয়দের দখলে। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিক সিমন্সের জাতীয় দলের সতীর্থ ক্রিস গেইল। গেইলের পর একাধিক সেঞ্চুরি করা ব্যাটসম্যানও ওয়েস্ট ইন্ডিজের। বাঁহাতি ওপেনার এভিন লুইস দুটি সেঞ্চুরির মালিক।
সিমন্স বিপিএলের ১৭তম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন। তার ১১৬ রানের ইনিংসটি বিপিএলে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। গেইলেরও ১১৬ রানের একটি ইনিংস আছে। বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও গেইলের দখলে। ২০১৭ বিপিএলে মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস ক্যারিবীয় এই ব্যাটিং দানব।