এক মিনিটে পড়ুন: কম্পিউটার কীভাবে দাবা খেলে?
মানুষ ও কম্পিউটার কার্যত একইভাবে দাবা খেলে। দুই দলই তাদের দাবার চালের বিশাল সংগ্রহ থেকে যেকোনো একটিকে বেছে নিয়ে খেলা শুরু করে। তারপর প্রতিটি চাল দিতে থাকে সেই চালের পরিণাম ও ফলাফলের সকল সম্ভাব্যতা বিবেচনা করে।
তবে মানুষের সঙ্গে কম্পিউটারের প্রধান পার্থক্য হলো, কম্পিউটার অনেক বেশি মেথডিকাল। প্রতিবার নিজের পালা এলেই তারা মুহূর্তের মধ্যে সম্ভাব্য সকল চালের কথা চিন্তা করে ফেলতে পারে। এরপর সেখান থেকে সেই চালটিকেই বেছে নেয়, যেটিতে সর্বোচ্চ কৌশলগত স্কোরের সুযোগ থাকে।
আইবিএম'র ডিপ ব্লু চেস কম্পিউটার প্রথম একজন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। ১৯৯৭ সালে সে গ্যারি ক্যাসপারভকে হারায়।
কিন্তু তার মানে এই নয় যে কম্পিউটার ও মানুষের মধ্যে খেলায় প্রতিবার কম্পিউটারেরই জয় হবে। কারণ কূট-কৌশলে তারা মানুষের থেকে পিছিয়ে। বিশেষত যেসব ক্ষেত্রে মানব-খেলোয়াড়রা শুরুর দিকে কিছু ঘুঁটি উৎসর্গ করে থাকে ভবিষ্যতে বড় লাভের আশায়, সেসব জায়গায় মানুষের বুদ্ধির কাছে মার খেয়ে যায় কম্পিউটার।
আর মানুষের দুর্বলতা এই যে, কোনো কারণে মনোযোগে কিঞ্চিৎ চির ধরার ফলেও দুর্ঘটনাবশত সহজ কোনো চালে তারা ভুল করে বসতে পারে, যার সুবাদে হেরে যেতে হয় গোটা ম্যাচটিই!
সূত্র: হাউ ইট ওয়ার্কস