কর্ণাটকে হিজাব বিতর্ক: মামলা গেল বৃহত্তর বেঞ্চে
ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে উত্তাল রাজ্য, বুধবারও নিষ্পত্তি হয়নি রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মামলার। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, সাংবিধানিক এখতিয়ারের প্রশ্ন তুলে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে কর্ণাটক হাইকোর্ট।
বুধবার বিচারপতি কৃষ্ণা দীক্ষিত বলেন, হিজাব পরিধানকে মৌলিক অধিকারের আওতায় নিয়ে আসতে মামলা করেছিলেন কিছু নারী শিক্ষার্থী। কিন্তু ব্যক্তিগত আইনের কিছু দিক বিবেচনা করলে দেখা যাবে এ বিষয়গুলো অনেক সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়। তাই প্রধান বিচারপতিই ঠিক করবেন যে এ মামলার জন্য কোনো বৃহত্তর বেঞ্চ গঠন করা প্রয়োজন কিনা।"
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন আদেশের প্রার্থনার বিষয়টিও বৃহত্তর বেঞ্চের সামনেই উপস্থাপন করা হবে। প্রধান বিচারপতি আওয়াস্তি তার এখতিয়ারের মধ্যে সিদ্ধান্ত দিতে পারেন।"
উদুপির একটি সরকারি প্রাক-ইউনির্ভাসিটি কলেজে হিজাব নিষিদ্ধ বলে জানায় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচ ছাত্রী কর্ণাটক হাইকোর্টে মামলা করেন।
এদিকে প্রতিবাদ-আন্দোলন যাতে আরও মাথাচাড়া না দেয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কর্ণাটক সরকার। আজ থেকে ৩ দিন রাজ্যের সব হাইস্কুল ও কলেজ বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী দুই সপ্তাহ বেঙ্গালুরুর স্কুল, প্রি ইউনির্ভাসিটি কলেজ, ডিগ্রি কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের গেটের ২০০ মিটারের ব্যাসার্ধের মধ্যে কোনও বিক্ষোভ দেখানো যাবে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা