দ্বিতীয় দিনও অবিক্রিত, আইপিএলে দল পেলেন না সাকিব
বেঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। দুদিনব্যাপী এই নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে যান সাকিব আল হাসান। ২ কোটি ভিত্তিমূল্যে নিলামে নাম দেওয়া সাকিবের প্রতি কেউই আগ্রহ দেখায়নি। দ্বিতীয় দিন অবিক্রিত ক্রিকেটারদের তালিকা থেকে সাকিবের নাম আবারও নিলামে তোলা হয়। এদিনও কোনো দল বাংলাদেশের অলরাউন্ডারের জন্য ডাক হাঁকেনি।
নাম দিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেলেন সাকিব। ২০০৯ ও ২০১০ আইপিএলের নিলামেও নাম ছিল সাকিবের, দল পাননি। আইপিএলে খেলতে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল সাকিবের। কিন্তু আইপিএলে দলই মিললো না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
আইপিএলের মেগা নিলামে পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। দল পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাকিব থেকে গেলেন অবিক্রিত। কোনো দলের আগ্রহ না থাকায় বাকি তিন ক্রিকেটার লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম নিলামেই তোলা হয়নি।
আইপিএলের ১৪ মৌসুমের নয়টিতে খেলেছেন সাকিব। ২০১১ সালে তাকে প্রথমবারের মতো দলে ভেড়ায় কলকাতা। নয় আসরে খেলা সাকিব সাতবারই কলকাতার হয়ে খেলেছেন। বাকি দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
২০২১ আইপিএলে কলকাতায় ফেরেন সাকিব। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথম ডাকটি দেয় কলকাতা। এরপর দাম বাড়িয়ে ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় পাঞ্জাব। তিনবার দর কষাকষির পর ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা।
২০১৮ আইপিএলের নিলামের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। ওই নিলামে ২ কোটি রুপিতে সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। পরের আসরেও হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। নিষেধাজ্ঞার কারণে ২০২০ মৌসুমে খেলা হয়নি তার। আইপিএলে ৭১ ম্যাচ খেলা সাকিবের নামের পাশে আছে ৭৯৩ রান ও ৬৩ উইকেট।