সাধারণ মানুষকে সেনা হিসেবে যোগ দেওয়ার আহ্বান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
দেশের সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানিয়ে টুইট করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যেকোনো বয়সের ইউক্রেনীয় নাগরিক সেনাবাহিনীতে যোগদান করতে পারবে বলে জানিয়েছে তারা।
আজ শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়ে রাশিয়ান সেনারা। এর আগে এক টুইট বার্তায় মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
সেনা কমান্ডার ইউরি গালুস্কিনের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, "আজ ইউক্রেনের সবকিছু দরকার। যোগদানের সমস্ত প্রক্রিয়া তাই সহজ করা হলো। শুধু নিজের পাসপোর্ট এবং আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে আসুন।"
টুইটে আরও বলা হয়, "যোগদানের ক্ষেত্রে বয়সের কোনো সীমা নেই।"
সেনা হিসেবে যোগদানে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে অফিসিয়াল টুইটের কথা উল্লেখ করতেও বলা হয়।
- সূত্র: বিবিসি