ইউক্রেনের সমুদ্র বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশের শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক সুমন মাহমুদ সাব্বির।
তিনি বলেন, "যুদ্ধ শুরুর আগ থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থান করছিলো বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। আমাদের চার্টারিং বিভাগ এ বিষয়টি দেখভাল করছে।"
বিশ্বজুড়ে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী মেরিন ট্রাফিক ওয়েবসাইটে আজ বাংলাদেশ সময় ৩ টায় বাল্ক ক্যারিয়ার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের অবস্থান দেখানো হয়েছে কৃষ্ণসাগরের অলভিয়া বন্দরে কাছাকাছি।
জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামের এক নাবিক জানিয়েছেন, ইউক্রেনে আটকা পরা জাহাজটির ২৯ জন নাবিকের সবাই বাংলাদেশি। যুদ্ধ শুরুর পর অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন। সাগরে রাশিয়ান সেনাবাহিনীর তৎপরতার কারণে জাহাজ নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই তাদের।
তিনি আরও জানান, বর্তমানে সাগরের যে এলাকায় 'বাংলার সমৃদ্ধি' অবস্থান করছে সেখানে যুদ্ধ চলছে না। তবে তারা কিছুক্ষণ পর পর দূর থেকে আসা বিস্ফোরণের শব্দ শুনছেন। জাহাজে আর ১৩-১৪ দিনের খাবার আছে।
বাংলাদেশি নাবিকদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আটকে পড়া নাবিকরা।
এ বিষয়ে জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।