রাশিয়াকে সহায়তা করতে ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ
ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চম দিন চলছে। এরই মধ্যে জানা গেছে, রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করতে ইউক্রেনে সেনা পাঠাতে পারে বেলারুশ। নাম প্রকাশ না করা শর্তে এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সোমবারই রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করতে ইউক্রেনে সেনা পাঠাতে পারে বেলারুশ।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, "এটি খুবই স্পষ্ট যে, মিনস্ক এখন ক্রেমলিনেরই একটি সম্প্রসারিত রূপ।"
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। বিশ্লেষকদের ধারণা, সাবেক সোভিয়েত এই প্রজাতন্ত্রকে ইউক্রেনে আগ্রাসন চালাতে ব্যবহার করছেন পুতিন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জের ধরে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমাদেশগুলো; সেইসঙ্গে ইউক্রেনকে আস্ত্র দিয়েও সহায়তা করছে বেশকিছু দেশ। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকেও বাদ দেওয়া হয়েছে রাশিয়ার কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে 'বিশেষ সামরিক অভিযান'-এর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেন বাধা দিলে, রাজধানী কিভেয়েও সামরিক আগ্রাসন চালাতে শুরু করে রুশ বাহিনী। পঞ্চম দিনের মতো আজও ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে ইউক্রেনজুড়ে।
- সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স