নিরাপত্তা নিশ্চিত না করে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ক্রুকে উদ্ধার করা যাবে না: বিএসসি
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তাদের আটকে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ক্রুদের নিরাপত্তা নিশ্চিত না করে সেখান থেকে সরিয়ে নেবে না বলে জানিয়েছেন বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযূষ দত্ত।
নাবিকদের উদ্ধারে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তাদেরকে কেন জাহাজ থেকে নামিয়ে আনা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নদীর তীর যাদের দখলে আছে তাদের কাছ থেকে অনুমতি না পেলে আমরা তাদের নামিয়ে কোথায় নিয়ে যাব?"
"নাবিকদের সিকিউরিটি এনশিউর না হলে আমরা তাদের জাহাজ থেকে নামিয়ে নিতে পারিনা," যোগ করেন তিনি।
যুদ্ধ পরিস্থিতিতে কেন জাহাজটিকে ইউক্রেনে পাঠানো হলো এমন প্রশ্নের জবাবে নির্বাহী পরিচালক পীযূষ দত্ত বলেন, "নাবিকরা বিভিন্ন ভাবে তাদের উদ্ধারে আকুতি জানাচ্ছেন। তাদের অবস্থা বিবেচনায় নিয়েই আমরা কাজ করছি।"
চাটার্ড প্রতিষ্ঠান থেকে নিশ্চয়তা পেয়েই জাহাজটি সেই বন্দরে যায়, বলে জানান তারা।
এই মুহুর্তে জাহাজটি সরানো বা না সরানো নিয়ে চিন্তা করা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন পিযূষ দত্ত।
গতরাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলার সমৃদ্ধি জাহাজের এক বাংলাদেশি নাবিক নিহত হয়েছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিহতের সহকর্মী নাবিক সালমান সামি বুধবার রাতে জানান, "নিহত হাদিসুর রহমান ছিলেন জাহাজের তৃতীয় প্রকৌশলী।"
রাশিয়ার পূর্ব ইউরোপীয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ২৯ জন নাবিক ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছে।
জাহাজে আটকে পড়া অন্য ২৮ জন নাবিকের স্বজনরা বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর শিপিং কর্পোরেশনের সামনে ভিড় করছেন।