ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 'বাংলার সমৃদ্ধি' থেকে ২৮ জন ক্রুকে সরিয়ে আনা হয়েছে
রুশ আগ্রাসনের পর ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন ক্রু নিয়ে আটকা পড়া 'বাংলার সমৃদ্ধি' জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এই জাহাজের সকল নাবিক ও প্রকৌশলী জাহাজ ছেড়েছেন। তাদেরকে টাগবোটে করে একটি বাঙ্কারে নিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়া নিহত হাদিসুর রহমানের মরদেহ মর্গে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর নির্বাহী পরিচালক পীযূষ দত্ত জানান, ক্রুদের আপাতত কাছাকাছি একটি বাঙ্কারে সরিয়ে আনা হবে।
সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আটকে পড়া নাবিক সালমান সামিও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, তারা কিছুক্ষণ আগে জাহাজ ছেড়েছেন।
বুধবার এক ক্ষেপণাস্ত্র হামলায় এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।