এক মিনিটে পড়ুন: মিল্কিওয়ে দেখতে কেমন?
এক লক্ষ আলোকবর্ষজুড়ে বিস্তৃত মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথ মানবজাতির আবাসস্থল। আমাদের এই ছায়াপথ থেকে বাইরে বেরিয়ে, অনেক দূর থেকে না দেখলে কখনোই নিশ্চিতভাবে বোঝা যাবে না, মিল্কিওয়ে আসলেই দেখতে কেমন।
বিভিন্ন ধরনের তথ্য-প্রমাণের ভিত্তিতে ধারণা করা হয়, মিল্কিওয়ে সম্ভবত সর্পিলাকার। জানিয়ে রাখা ভালো, ছায়াপথের প্রধান চার আকৃতির একটি এটি। অন্য তিন ধরনের আকৃতি হলো অনিয়মিত, ডিম্বাকার ও লেনসের মতো।
মিল্কিওয়ের গ্যালাকটিক কেন্দ্রের দিকে তাকিয়ে আমরা লম্বা ও সরু একটি স্ট্রিপ দেখতে পাই। এ থেকে মনে হয়, আমরা বুঝি প্রান্ত থেকে কোনো ডিস্কের দিকে তাকিয়ে আছি।
তাছাড়া মিল্কিওয়ের কেন্দ্রে একটি স্ফীত অংশও দেখা যায়, যা সর্পিলাকৃতির অন্যান্য ছায়াপথের সাধারণ বৈশিষ্ট্য।
মিল্কিওয়ের অন্তর্গত নক্ষত্র ও গ্যাসসমূহের বেগ পরিমাপ করে করে একটি সামগ্রিক ঘূর্ণায়মান গতির দেখা পাওয়া যায়, যা অন্যান্য র্যান্ডম গতির চেয়ে বেশি। এটিও নির্দেশ করে, মিল্কিওয়ে আসলে সাপের মতোই পেঁচালো।
আর সর্বশেষ সূত্রটি নিহিত রয়েছে গ্যাস ও ধূলিকণার পরিমাণ ও তাদের স্ব স্ব রঙে। এদের সঙ্গে আমাদের দেখা অন্যান্য সর্পিলাকৃতির ছায়াপথের মিল রয়েছে।
সব ধরনের যুক্তি-তর্ক-প্রমাণের উপর ভিত্তি করে তাই বলাই যায়, আমাদের ছায়াপথ প্রকৃতপক্ষেই সর্পিলাকৃতির।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস