'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি'-এর ২৮ নাবিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
জাহাজের নাবিকদের একজন সালমান সামি ম্যাসেঞ্জারে টিবিএস প্রতিনিধিকে তাদের নিরাপদে রোমানিয়া পৌঁছানোর বিষয়ে নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, "আলহামদুলিল্লাহ, বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে নিরাপদে সরানো হয়েছে এবং এই মুহূর্তে তারা মলদোভায় অবস্থান করছেন।"
তিনি আরও বলেন, "নিহত প্রকৌশলী হাদিসুরের মরদেহ অলভিয়া বন্দরের একটি ফ্রিজারে রাখা হয়েছে।"
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
সে ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান (৩২) নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়।
হামলার পর, নাবিকেরা জাহাজ থেকে পাঠানো ভিডিও বার্তায়, অবিলম্বে সাহায্যের অনুরোধ করেন।
পরদিন রাতে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস নাবিকদের নিকটস্থ একটি বাঙ্কারে সরিয়ে নিয়ে যায়।