বুখারেস্টে যাচ্ছেন 'বাংলার সমৃদ্ধি'র নাবিকরা, থাকবেন হোটেলে
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিককে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।
রোববার দুপুর দেড়টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
তিনি জানান, মলদোভা থেকে ভাড়া করা একটি গাড়িতে নাবিকরা এখন বুখারেস্টের পথে আছেন। আগামী দুই ঘণ্টার মধ্যে নাবিকরা বুখারেস্ট পৌঁছাবেন। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।
এদিকে রোমানিয়ায় পৌছানোর বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন 'বাংলার সমৃদ্ধি'র নাবিক সালমান সামি। তিনি ফেসবুক ম্যাসেঞ্জারে বিষয়টি এই প্রতিবেদককে জানান।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন বলেন, "বাংলাদেশ সময় ৯টায় মলদোভা সীমান্ত অতিক্রম করেছেন নাবিকরা। আপাতত নাবিকরা রোমানিয়া দূতাবাসের অধীনে থাকবেন। যেহেতু সেখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপে নাবিকদের দেশে পাঠানো হবে। আগামী মঙ্গলবার নাগাদ এ কার্যক্রম শুরু হতে পারে।"
তিনি জানান, নিহত নাবিক হাদিসুরের মরদেহ অলভিয়া বন্দরে ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে। সময় সুযোগ বুঝে মরদেহটি দেশে আনার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় রকেট হামলায় জাহাজে মৃত্যু হয় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের। পরে বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয় বাংলাদেশি ও অলিভিয়া পোর্ট অথরিটি।