বুধবার দেশে ফিরছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিক রোমানিয়া থেকে আজ মঙ্গলবার রাতে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। আজ দুপুরে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন। বর্তমানে রোমানিয়ায় অবস্থান করা নাবিকরাও এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সাখাওয়াত হোসাইন বলেন, "ইনশাআল্লাহ, ২৮ জন নাবিক আজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে। তারা রওয়ানা হয়ে গেলে, আমরা আপডেট জানাবো।"
এছাড়া নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২৯ নাবিক নিয়ে ২৩ ফেব্রুয়ারী ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছিল বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। বন্দিদশার আটদিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় জাহাজে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। পরদিন বৃহস্পতিবার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ২৮ নাবিককে একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।
রোববার বিকেলে ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেন। সেখানে স্থানীয় একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।